ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কেন্দ্রীয় শাসন জারি হয়েছে। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে ক্ষমতাসীন জোট ছেড়ে দেয় বিজেপি। বিজেপির এই ঘোষণার পর একইদিন বিকালেই পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
১৯৭৭ সালের পর জম্মু ও কাশ্মীরে এ নিয়ে অষ্টমবারের মতো কেন্দ্রীয় শাসন জারি করা হলো।
এরই ধারাবাহিকতায় সেখানে কেন্দ্রীয় শাসন জারির ছাড়পত্র দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গত ১০ বছরে কাশ্মীরে এ নিয়ে চতুর্থবারের মতো রাজ্যপাল অর্থাৎ কেন্দ্রীয় শাসন জারি হলো। বিজেপির সংবাদ সম্মেলন থেকে মঙ্গলবার বিকেলে সম্পর্ক ভাঙার ঘোষণার কিছু সময়ের মধ্যেই পদত্যাগপত্র জমা দেন মেহবুবা মুফতি। এরপরই রাজ্যপাল এনএন ভোরা রাজ্যটিতে কেন্দ্রীয় শাসন জারির জন্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে সুপারিশ পেশ করেন। স্থানীয় সময় ভোর ৬ টার দিকে তাতে অনুমতি দিয়েছেন রামনাথ কোবিন্দ।