বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বদিন্দ্বতা করতে আগ্রহী মাহমুদুল হক খান মামুন ও কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম মনোনয়নপত্র ক্রয় করেছেন।
গতকাল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিনে তিনি মনোনয়ন সংগ্রহ করেন তারা। সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। মনোনয়ন ফরমের দাম ঠিক করা হয়েছে ২৫ হাজার টাকা। দিনের শুরুতেই দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপের কাছ থেকে মনোনয়ন ফরম বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা খান মামুনের পক্ষে সংগ্রহ করেন ছাত্রলীগ নেতা জাকারিয়া সোয়েব মিরাজ।
এছাড়া বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমও মনোনয়ন ক্রয় করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, জাহিদ ফারুখ শামিম মনোনয়ন ফরম পূরণ করে বিকেল ৪টায় তা জমা প্রদান করেন।আগামী ২২ জুন পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করবে আওয়ামী লীগ। এরপর ২৩ জুন দলের স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কিত বোর্ড প্রার্থী ঠিক করবে।