নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা সদর ইউনিয়নের পাছুড়া মধ্যপাড়া গ্রামের প্রধান শিক্ষক গোপেশ চন্দ্র সরকারের তালাবদ্ধ ঘরে গত রবিবার মধ্যরাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তিনি উপজেলার রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
শিক্ষক গোপেশ চন্দ্র সরকার জানান, তিনি উপজেলা সদরে থাকেন। পাছুড়া গ্রামের বাড়িতে কেউ থাকে না। বাড়িতে বিদ্যুৎও নেই। ফসলের সময় হলে এবং মাঝে-মধ্যে বাড়িতে যান। রবিবার রাত দেড়টার দিকে তার বসতঘরে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসী অনেক চেষ্টা করে আগুন নেভায়। আগুনে খাট, আলমিরা ও আসবাবপত্রসহ কমপক্ষে সাড়ে তিন লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান জানান, এ ব্যাপারে থানায় এখনও কেউ লিখিত কোনো অভিযোগ করেনি।