১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:১৩
ব্রেকিং নিউজঃ

আর্জেন্টিনার বিপক্ষে ক্রোয়েশিয়ার একাদশে ২টি পরিবর্তন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জুন ২০, ২০১৮,
  • 312 সংবাদটি পঠিক হয়েছে

‘ডি’ গ্রুপে সব দলের প্রথম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ক্রোয়েশিয়া। নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতে পূর্ণ ৩ পয়েন্ট পেয়েছে তারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার শক্তিশালী আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।

কিন্তু কাগজে কলমে ‘ডি’ গ্রুপের সেরা দলটি নিজেদের প্রথম ম্যাচে খেলতে পারেনি সেরাদের মতো। তুলনামূলক দুর্বল আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাত্র ১ পয়েন্টই পেয়েছে আর্জেন্টিনা। তবু আলবিসেলেস্তেদের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ম্যাচ জয়ী একাদশে পরিবর্তন আনার কথা ভাবছে ক্রোয়েশিয়া।

ক্রোয়েশিয়ান কোচ জলাতকো দালিচ ইঙ্গিত দিয়ে রেখেছেন আর্জেন্টিনার বিপক্ষে একাদশে ২টি পরিবর্তন আনবেন তিনি। প্রথমত, ডিফেন্ডার ইভান স্ট্রিনিচের বদলে দলে আসবেন ভেদরান করলুকা। ডেজান লভরেন এবং দোমাগজ ভিদার সাথে রক্ষণ ভাগ সামলানোর দায়িত্ব থাকবেন করলুকা।

এছাড়া ফরোয়ার্ড আন্দ্রে ক্রামারিচের বদলে আসবেন অ্যাটাকিং মিডফিল্ডার মিলান বাদেলজ। মারিও মানজুকিচের সাথে আক্রমণ সাজানোর দায়িত্ব থাকবে বাদেলজের কাঁধে।

তাহলে আর্জেন্টিনার বিপক্ষে ক্রোয়েশিয়ার সম্ভাব্য একাদশ:
গোলরক্ষক: ড্যানিয়েল সুবাসিচ
ডিফেন্ডার: সিমে ভ্রাসালকো, ভেদরান করলুকা, ডেজান লভরেন এবং ডোমাগজ ভিদা
মিডফিল্ডার: ইভান রাকিটিচ, লুকা মদ্রিচ, মিলান বাদেলজ
ফরোয়ার্ড: ইভান পেরেসিচ, মারিও মানজুকিচ এবং আনতে রেবিক

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »