বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট করতে আগ্রহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন ভুলু মনোনয়নপত্র কিনেছেন। আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির তৃতীয় দিনে মঙ্গলবার (১৯ জুন) তিনি মনোনয়ন সংগ্রহ করেন।
সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। মনোনয়ন ফরমের দাম ঠিক করা হয়েছে ২৫ হাজার টাকা।
দিনের শুরুতেই দফতর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপের কাছ থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন আলতাফ হোসেন ভুলুর ছেলে।
এছাড়া গত সোমবার (১৮ জুন) বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম ও মহানগর আ’লীগ নেতা মাহমুদুল সহ খান মামুন।
তাদের মধ্যে কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম ও খান মামুন সেই ফরম পূরণ করে নিজেই জমা দিয়েছেন বলে শোনা গেছে।
আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির ৪র্থ দিন বুধবার (২০ জুন) সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মনোনয়ন সংগ্রহ করেন।তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
আগামী ২২ জুন পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করবে আওয়ামী লীগ। এরপর ২৩ জুন দলের স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কিত বোর্ড প্রার্থী ঠিক করবে।