হিলিয়ামের গন্ধ শুঁকে ফ্যানের প্রশ্নের উত্তর দিলেন। তারপর নিজের উঁচু গলার কথা শুনে হেসে গড়িয়ে পড়লেন। ব্যাডমিনিটন খেললেন হাই হিল জুতো পরে। চোখ বেঁধে মেকআপ করলেন। এমনই ৯টি কাণ্ড ঘটালেন দীপিকা। অ্যালিউরের একটি ভিডিওয়।
একটি ভিডিও সিরিজের অংশ ছিল এই ভিডিওটি। এতে দীপিকা ছাড়াও দেখা গেছে প্যারিস জ্যাকসন, জাকোটা জনসন, কেন্ডাল জেনের-কে।
থাক আর কথা বাড়িয়ে কাজ নেই। বলিউডের বর্তমান হার্টথ্রবের কাণ্ডকারখানা নিজেই দেখে নিন।