জীবনে সাফল্য কে না চায়। যে মানুষ সফল সে সমস্ত নেতিবাচক ভাবনা থেকে বহুদূরে থাকে। আর জীবনের প্রথম দিন থেকে মানুষের বেড়ে ওথার মূল লক্ষ্যই হল ‘সাফল্য’।
কিন্তু এই সাফল্য অর্জন করতে গেলে কিছু নিয়ম মেনে চলা আবশ্যিক। ধৃতরাষ্ট্রের সৎভাই বিদুর মহাভারতের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি বলে গেছেন সাফল্যের চাবিকাঠি কী?
১) জীবনে বিশেষ কোনও বিষয়ে সফল হতে চাইলে সেই বিষয়ে সম্পর্কে বিশদ গবেষণা প্রয়োজন।
২) কোনও কিছু শুরু করলে সেটা সবসময় সম্পূর্ণ করে শেষ করা উচিত। অসম্পূর্ণ অবস্থায় কোনও কাজ থামিয়ে দেওয়া উচিত নয়।
৩) সময়ের মূল্য দেওয়া প্রয়োজন। সময়ের মূল্য না দিলে লক্ষ্যের থেকে সবসময় পিছিয়ে থাকবে।
৪) নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। আবেগপ্রবণ হওয়া ভালো। কিতু সবসময় মনের দ্বারা চালিত হওয়া ঠিক নয়। কাজ এবং লক্ষ্যের দিকে এগোনর সময় অন্যকিছু থেকে প্রভাবিত হওয়া উচিত না। কঠিন কাজ করলে সাফল্য আসবেই।
বিদুরের নীতি ছাড়াও আরও কয়েকটি নীতি আছে যেগুলি মেনে চলা উচিত:
১) নিজের কাজের প্রতি নিষ্ঠাবান হওয়া উচিত।
২) শেখার কোনও দিন শেষ হয় না। জীবনে ব্যর্থতা আসলেও শেখা বন্ধ করা উচিত না।
৩) নিজের কাজকে ভালোবাসুন।
৪) আত্মবিশ্বাসী থাকুন। যত ইতিবাচক ভাবনা ভাববেন, তত ইতিবাচক হবে আপনার জীবন।
৫) জীবনে ঝুঁকি নিতে হবে। সবসময় সহজ কাজ করা উচিত না।