পিরোজপুর জেলা প্রতিনিধি
নেছারাবাদের সীমান্তবর্তী বানারিপাড়া উপজেলাধীন উমারেরপাড় গ্রামের তিন যুবক নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আহত হয়েছে। বুধবার (২০ জুন) দুপুর ২টার দিকে ওই গ্রামের আজাহার মুন্সি বড় বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সাব্বির হোসেন(২০) নামে একজনকে নিহত ঘোষণা করেন এবং রনি (২৫) এবং ইমরান (১৫) নামে দুই জনকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ওই দিন দুপুরের দিকে বৃষ্টি নামলে তারা সংঙ্গবদ্ধ হয়ে নদীতে মাছ ধরতে নামে। এ সময় আকাশে আকষ্মিক বিদ্যুতের জলকানী দিয়ে বজ্রপাত পড়ে। বজ্রপাতের জলসানিতে তারা দুর্ঘটনার কবলে পড়লে স্থানীয়রা দেখে ডাক চিৎকার দেয়। এ সময় স্বজনরা এসে তাদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে নেছারাবাদ থানা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাব্বির হোসেন নামে একজনকে মৃত ঘোষণা করেন এবং অপর দুই জনকে চিকিৎসা দিয়ে ভর্তি দেন।
নিহত সাব্বির উক্ত গ্রামের আজিজুল হকের ছেলে এছাড়া আহত রনি ও ইমরান একই গ্রামের মোঃ নজরুল ও ফজলুল হকের ছেলে। বজ্রপাতের শিকাড় ওই তিন যুবক সম্পর্কে একে অপরের চাচাতো ভাই।