জামালপুরের সদ্য প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন ড.নিরঞ্জন কুমার সানা।
বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের সম্মতিক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তা জানানো হয়।
ড. নিরঞ্জন কুমার সানা এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও আণবিক জীববিদ্যা বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে বিএসসি,এমএসসি ও পিএইচডি সম্পন্ন করেন।
ভিসি স্যার সম্পর্কে জানতে চাইলে রাবির একই বিভাগের শিক্ষার্থী আল নোমান বলেন, তিনি অভিজ্ঞ শিক্ষক ও অত্যন্ত ভালো মানুষ।
ভিসি নিয়োগের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বশেফমুবিপ্রবির সহযোগী অধ্যাপক বিজ্ঞানী ড. মাহমুদুল হাসান জানান, ভিসি স্যার নিয়োগের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের নবযাত্রা শুরু হলো। আশা করি অতি দ্রুত তিনি আমাদের সাথে যোগ দিবেন।