কারনি সেনা প্রধান লোকেন্দ্র সিং কালভি বলেন, ভগবান শ্রী রাম তো কোনও মন্দিরে জন্ম নেননি। তিনি নিশ্চয় প্রাসাদে জন্মেছিলেন। তাই অযোধ্যায় একটা বড় আকারের প্রাসাদ তৈরি করা উচিৎ। তবে এই সংগঠন রাম জন্মভূমি সংক্রান্ত কোনও বিতর্জে অংশ নিতে চায় না বলেই জানিয়েছে।
তবে সংরক্ষণ নিয়ে প্রশ্ন তুলতে চায় কারনি সেনা। সংরক্ষণের জন্য সরব হতে চান তাঁরা। সাম্প্রতিককালে ‘পদ্মাবত’ ছবি ইস্যুতেই খবরের শিরোনামে আসে কারনি সেনা।
কয়েকদিন আগেই বিজেপি সাংসদ সাক্ষী মাহারাজ জানিয়েছেন, আর এক বছরের মধ্যেই দেশে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই অযোধ্যায় শুরু হয়ে যবে রাম মন্দির নির্মাণের কাজ।