বরিশালে বানারী পাড়ায় ইলুহার গ্রামে সুধীর রন্জনে গাছ কেটে নিয়ে গেছে এবং তাকে মারধর করেছে। গতো শুক্রবার এ ঘটোনাটি গটে। ভূমিদস্য হচ্চে দুলাল মন্ডল ও তার ছেলে উজ্জল মন্ডল গাজা ব্যবসাই ও তার সাংগো পাংগো গং গাছ কেটেছি অারো কাটবো দরকার বোদে লাস ফেলে দেবো দেখি কে কি করে। পুলিশ অামার কিছুই করতে পারবেনা পুলিশ থাকে অামার বাম পকেটে তার ভয়ে এলাকালর কোনো লোক কথা ভলে না। এ ২০০১ থেকে২০০৮ চুরি করা তার পেসা ছিলো। নিজ বাড়ির বাবু গোপাল পাড়ের গাছ চুরি সুখা মল্লিকের নৌকা ও জাল চুরি গৌরাগ্ঙের বাজারে নেতা মন্ডলের নৌকা চুরি। গত বছর অনিল হালদারে সহ পরিবারে মেরে ফেলার উদ্দেশ্যে খাবার পানিতে বিষ দেয়া তবু ও কোন মানুষ কোন মূখ খুলছেনা।