সাভারের হেমায়েতপুর থেকে অপহরণের তিনদিন পর শ্রী জয়ন্ত নামে চার বছরের এক শিশুর বস্তাবন্ধী লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অভিযোগে শুভ ও নাছির নামে দুই যুবকে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ জুলাই) রাত ১১টার দিকে সাভার-সিংগাইয়ের সীমানা ব্রিজের নীচে বংশী নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ১ তারিখ দুপুরে সাভারের হেমায়েতপুরের কাঠালতলা এলাকার আউয়াল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন শুভ ও নাছির। তারা ওই বাড়ির অপর ভাড়াটিয়া শ্রী সনুর চার বছরের শিশু জয়ন্তকে অপহরণ করে অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখে। পরে তারা জয়ন্তের পরিবারের কাছে মোবাইল ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ছেলের জীবন বাঁচাতে জয়ন্তের বাবা বিকাশের মাধ্যেমে তাদের সাত হাজার টাকা পরিশোধ করেন। একই সঙ্গে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।
এর পর পুলিশ হেমায়েতপুরের মুসলিমপাড়া এলাকা থেকে নাছির ও শুভকে সন্দেহভাজন হিসেবে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জয়ন্তকে হত্যার পর মরদেহ বস্তাবন্ধী করে সিংগাই ব্রিজের নিচে ফেলে দেওয়ার কথা স্বীকার করে।
অপহৃত শিশুর বাবা জানান, ১ জুলাই সকাল ১১টার পর থেকে শিশু জয়ন্ত নিখোঁজ ছিল। মাইকিং ও অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে গত ২ জুলাই থানায় সাধারণ ডায়েরি করে। এদিকে অপহরণকারী মুক্তিপণ চেয়ে এক লাখ টাকা দাবি করে। পরে বিকাশে ৭ হাজার টাকাও দেয়া হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগার আলী বলেন, গত ২ জুলাই শিশু জয়ন্ত নিখোঁজের সাধারণ ডায়েরির সূত্র ধরে তদন্ত শুরু হয়। প্রযুক্তির পাশাপাশি নিখোঁজের সূত্রধরে গোয়েন্দা পুলিশও কাজ শুরু করে। পরে সাভার মডেল থানার সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়।