১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:১৬
ব্রেকিং নিউজঃ

বরিশালে এক হিন্দু পরিবারকে পুড়িয়ে হত্যার চেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জুলাই ১০, ২০১৮,
  • 521 সংবাদটি পঠিক হয়েছে

 

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের খাটিয়ালপাড়া গ্রামের এক হিন্দু পরিবারকে পরিকল্পিতভাবে পুড়িয়ে মারার জন্য মঙ্গলবার দিবাগত গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে বুধবার সকালে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওই গ্রামের সুবাস চন্দ্র রায়ের পুত্র সুজন রায় জানান, স্থানীয় ফারুক মেম্বরের বাড়ি থেকে বাঁশেরপুল পর্যন্ত দুই কিলোমিটার পাকা সড়ক নির্মানের বালুর ঠিকাদারী কাজ পায় তার বন্ধু একই গ্রামের রোমান হাওলাদার। ওই কাজে তাকে (রোমান) সহযোগীতা করায় ক্ষুব্দ হয় একই গ্রামের প্রভাবশালী খোকন হাওলাদার ও টোলন সন্যামত। প্রভাবশালীরা একাধিকবার তাকে (সুজন) প্রাণনাশের হুমকি প্রদান করে।

তিনি জানান, প্রভাবশালীদের হুমকির প্রতিবাদ করায় মঙ্গলবার দুপুরে খোকন হাওলাদার ও টোলনের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসীরা হামলার উদ্দেশ্যে তাকে (সুজন) ধাওয়া করে। এসময় সে দৌঁড়ে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেন। এঘটনার জের ধরে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে প্রভাবশালীরা পরিকল্পিতভাবে পুড়িয়ে মারার জন্য সুজনদের বসতঘরে অগ্নিসংযোগ করে।

বিষয়টি মঙ্গলবার রাতেই উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার, সহকারী পুলিশ সুপার ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে। অসহায় সুজন রায় প্রভাবশালীদের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »