এএসএন বিপ্লব, প্রভাতের আলো গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গার সাকোয়া ব্রীজ এলাকায় শনিবার গভীররাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শামসুল ইসলাম নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। এ সময় দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ পুলিশ সদস্য আহত হয়। নিহত শামসুল ইসলাম উপজেলার বেতকাপা ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের মৃত. নছিম উদ্দিনের ছেলে। পলাশবাড়ী থানার এসআই আলা উদ্দিন জানান, শামসুলের বিরুদ্ধে ১১ টি ডাকাতি মামলা রয়েছে। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি তিনি বাড়ীতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গভীররাতে শামসুলকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য সাকোয়া ব্রীজ এলাকায় পৌছলে এ সময় পুলিশকে লক্ষ্যকরে তার সহযোগি ডাকাতরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে শামসুল গুলিবিদ্ধ হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। পরে ঘটনা স্থল থেকে দেশিও পাইপগান জাতীয় ১টি অস্ত্র উদ্ধার করা হয়। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুল আলম জানান, নিহত ডাকাত সর্দার শামসুলের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।