পিরোজপুরের স্বরূপকাঠির জলাবাড়ি ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ডের সদস্য মৃত্যুঞ্জয় হাওলাদারকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলা মাদ্রা বাজারে ওই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, ঐ রাতে মাদ্রা বাজারে কালিপুজার প্রস্তুতি বৈঠক চলছিল। এ সময় ইউপি সদস্য মৃত্যুঞ্জয়ের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে পরিমল ঘরামী,সরোজ মন্ডল,জুয়েল সমদ্দারসহ ৩/৪ জন সন্ত্রাসী তাকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা গুরুতর আহত মৃত্যুঞ্জয়কে উদ্ধার করে ঝালকাঠি হাসপাতালে নিয়ে যায়। পুর্ব শত্র“তার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিষ কুমার বড়াল জানান,ঐ সন্ত্রাসীরা ইউপি সদস্য মৃত্যুঞ্জয়ের কারনে এলাকায় প্রভাব বিস্তার করতে না পেরে ক্ষুব্দ হয়ে তাকে কুপিয়ে জখম করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গেলে পরিস্থিত শান্ত হয়।