বরিশালে হিন্দু সম্প্রদায়ের বিরাট একটি আংস এ্যাড, মজিবর রহমান সরোয়ারের পক্ষে কাজ করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট ,অনুভব ,মথুয়া মহাসংঘের একঅংস বরিশালে সংখ্যালঘুদের প্রিয় মানুষ সরোয়ার তার সময় বরিশালে সংখ্যালঘুরা থাকে নিরাপদে এমন কথা প্রায় সবার মূখে তাদের সূখ দুখের সবসময়ই সরোয়ার ছায়ারমতই আগলে রাখে তাই ভোটের বাজারে তার অংসটাই বেশী ।