যারা খুনিদের সঙ্গে জাতীয় ঐক্য গড়েছে তাদের কোনো নীতি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা করেন।
সেতুমন্ত্রী বলেন, খুনিদের সঙ্গে যারা ঐক্য করেন তাদের নীতি নৈতিকতা নেই। একুশে আগস্টের খুনিদের সঙ্গে কোনো ধরনের ‘জাতীয় ঐক্য’ দেশের জনগণ মেনে নেবে না।
দলের চেয়ারম্যান খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সেই দলের সাথে কী করে জাতীয় ঐক্য হয় এমন প্রশ্ন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশের রাজনীতি কি দণ্ডিত খুনীদের হাতে ন্যস্ত হবে? দেশের জনগণ তা গ্রহন করবে না।