১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৯:০০

কেন মাথায় সিঁদুর দেন রেখা?

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, অক্টোবর ১৫, ২০১৮,
  • 333 সংবাদটি পঠিক হয়েছে

 

বলিউডে রেখা এমন একটি নাম যাকে ঘিরে রয়েছে নানান রহস্য৷ কখনও অমিতাভকে সঙ্গে নিয়ে, তো কখনও তাঁর বৈবাহিক জীবনকে নিয়ে৷ আর এই প্রশ্ন আরও বেশি উসকে দেয় রেখার সিঁথিতে থাকা সিঁদুর! তা কার জন্য সিঁদুর পরেন রেখা?

রেখাকে এই ধরণের প্রশ্ন বহুবার শুনতে হয়েছে৷ পত্র-পত্রিকায় এই নিয়েও নানা লেখালিখি হয়েছে৷ কিন্তু এই নিয়ে কখনই যুতসই জবাব দেননি রেখা৷

তবে এই ধরণের বিতর্ককে একেবারেই খারিজ করেছেন রেখা বায়োগ্রাফি লেখক ইয়াসির উসমান৷ তিনি স্পষ্টই জানিয়েছেন এই ধরণের গসিপের কোনও ভিত্তি নেই ৷

ইয়াসিরের কথা অনুযায়ী, বয়োগ্রাফি লেখার কারণে বেশ সামনে থেকে রেখাকে দেখেছেন তিনি৷ রেখা সাজগোজ খুবই পছন্দ করেন৷ আর নিজেকে রহস্যের মধ্যে রাখতেও পছন্দ করেন তিনি৷ রেখা একবার জানিয়ে ছিলেন, সিঁদুর নারীর সাজগোজের একটা অংশ৷ কারও নামেই যে এই সিঁদুর পরতে হবে, এ কথা বা নিয়মে তিনি একেবারেই বিশ্বাসী নয়!

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »