বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা হাউসফুল-এর চতুর্থ কিস্তির শুটিং শুরু করেছিলেন নির্মাতারা। তবে মাঝপথেই এই শুটিং স্থগিত করে দিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার।নানা পাটেকারের পর হাউসফুল-ফোর সিনেমার পরিচালক সাজিদ খানের বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। এরপরই এমন সিদ্ধান্ত আসে অক্ষয়ের পক্ষ থেকে।
ইতালিতে পারিবারিক ছুটি কাটিয়ে ফিরে অক্ষয় শুক্রবার টুইট করে জানান, ‘আমি গত রাতে দেশে পৌঁছেছি, এরপর সব খবর পড়লাম। এটি খুবই হতাশাজনক। পরবর্তী তদন্ত না হওয়া পর্যন্ত হাউসফুল-ফোর সিনেমার প্রযোজককে শুটিং বাতিলের অনুরোধ করেছি। আমি কোনো দোষী ব্যক্তির সঙ্গে কাজ করব না। যারা হেনস্তার শিকার হয়েছেন তাদের কথা মনোযোগ দিয়ে শুনে প্রাপ্য ন্যায়বিচার দেয়া উচিৎ।’
অক্ষয়ের আগে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কাজ না করার সিদ্দান্ত নিয়ে নিজের পরবর্তী ছবি ‘মোঘল’ থেকে সরে দাঁড়িয়েছিলেন আমির খান।
পরিচালক সুভাষ কাপুরের পরিচালনায় গুলশন কুমারের বায়োপিকে অভিনয় করার কথা ছিল তাঁর৷ কিন্তু সুভাষের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় আমির খান এই সিদ্ধান্ত নিয়েছেন।