রাজধানীর মতিঝিলে দশম শ্রেণির ছাত্রী জয়া মন্ডলকে বাসায় ঢুকে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত জয়ার অবস্থা আশংকাজনক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাবিব (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে কলোনির ৭৯/৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
আহত ছাত্রীর বাবা গোপাল চন্দ্র মন্ডল এবং মা মিনু রানী মন্ডল দুজনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) কর্মরত।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ওই যুবক বাসায় প্রবেশ করে মেয়েটিকে এলোপাতাড়ি কোপায়। পরে আশপাশের লোকজন তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
ওসি ওমর ফারুক বলেন, তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। আহত ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
ঢামেকের নিউরোসার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইরফান বলেন, ‘মেয়েটির শরীরের মাথা, পেট, পিঠ, হাত, ঠোঁটসহ বিভিন্ন স্থানে জখম রয়েছে। তবে মাথার ভেতরে কোনো ইনজুরি পাওয়া যায়নি। তার চিকিৎসা চলছে।’
জয়ার মা বাবা অভিযুক্ত যুবকের উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছেন।