২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৯:৩৫
ব্রেকিং নিউজঃ

নিখোঁজের সাত মাস পর সন্ধান মিলল মনিকা বড়ুয়ার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, নভেম্বর ১০, ২০১৮,
  • 292 সংবাদটি পঠিক হয়েছে

চট্টগ্রাম নগরীর লালখানবাজার এলাকা থেকে নিখোঁজের সাত মাস পর সন্ধান মিলল গানের শিক্ষিকা মনিকা বড়ুয়া রাধার। তবে মনিকা রাধাকে কেউ অপহরণ করেননি, তিনি স্বেচ্ছায় ভারতে চলে গিয়েছিলেন বলে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ ও  অভিযান) আমেনা বেগম সংবাদ সম্মেলনে এ তথ্য দেন।

মনিকার জবানবন্দি রেকর্ড করার জন্য ও কমলেশ কুমার মল্লিককে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।

আমেনা বেগম বলেন, ‘মনিকা স্বেচ্ছায় ভারতীয় যুবক কমলেশ কুমার মল্লিকের সঙ্গে কলকাতায় পালিয়ে গিয়েছিলেন। কমলেশ কুমার মল্লিক নিজেই চট্টগ্রাম এসে শ্যামলী বাসে করে যশোর বেনাপোল হয়ে কৌশলে ভারতে নিয়ে যান মনিকা বড়ুয়া রাধাকে। পরে তিনি কমলেশের কলকাতার ফ্ল্যাটে ছিলেন। চট্টগ্রাম থেকে সাত মাস আগে নিখোঁজ মনিকার বুধবার সাতক্ষীরায় সন্ধান মিলেছে।’

তিনি বলেন, ‘৪ নভেম্বর ঢাকার ধানমন্ডি থেকে ভারতীয় নাগরিক কমলেশ কুমার মল্লিককে আটক করা হয়। পরে তিনি সব কিছু পুলিশের কাছে স্বীকার করেন। কমলেশের মাধ্যমে কৌশলে মনিকাকে সাতক্ষীরা জেলার ভোমরা বর্ডার এলাকায় নিয়ে আসা হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।’

প্রসঙ্গত, ১২ এপ্রিল চট্টগ্রাম নগরীর বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন মনিকা (৪৫)। এরপর তার স্বামী দেবশীষ বড়ুয়া খুলশি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে তা অপহরণের মামলায় রূপান্তর ঘটলেও তার সন্ধান মেলেনি। মনিকার সন্ধানের দাবিতে তার বোন ও বন্ধুরা মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছিলেন। দুই মেয়ের জননী মনিকা নগরীর কাতালগঞ্জের লিটল জুয়েলস স্কুলের গানের শিক্ষক। তার বড় মেয়ে একটি কলেজে একাদশ শ্রেণিতে এবং ছোট মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »