পটুয়াখালী -১ আসনের মনোনয়ন ফরম কিনেছেন স্নেহাংশু সরকার কুট্রি
পটুয়াখালী বি এন পির সাবেক সম্পাদক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যানফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি পটুয়াখালী জেলা সভাপতি পটুয়াখালী-১ আসনে প্রার্থী হতে বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন স্নেহাংশু সরকার কুট্রি
মঙ্গলবার দুপুরে তিনি বিএনপির কেন্দ্রী কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় তার সাথে ছিলেন – পটুয়াখালী জেলা বিএনপির কয়েক শত নেতা কর্মি পটুয়াখালী জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ পিনু , পটুয়াখালী যুবদল সভাপতি লিটন ছাত্রদল সভাপতি উজ্জল সহ জেলা বি এন পির নেত্রীবৃন্দু
স্নেহাংশু সরকার কুট্রি বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা ও দলের চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে আন্দোলনে সক্রিয় ছিলাম এবং আছি। দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। স্নেহাংশু সরকার কুট্রি পটুয়াখালী -১ আসনের সর্বস্তরের মানুষের দোয়া আশির্বাদ কামনা করছি।