স্বর্ণা আক্তার কলি
স্বরূপকাঠির কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রী কলেজে গতরাতে অধ্যরে কক্ষের তালা ভেঙ্গে অনুমানিক ৩৫০০০ টাকা সহ একটি ল্যাবটপ কম্পিউটার চুরির ঘটনা ঘটে।চোর করে বেশ কিছু কাগজপত্র ও এলোমেলো করে রেখে যায়।কলেজের নাইটগার্ড উত্তম সিকদারের ভাষ্যমতে রাত তিনটার দিকে সে ঘুমিয়ে পডলে এ ঘটনা ঘটে। এ ব্যপারে কলেজ কর্তৃপ থানায় একটি সাধারন ডায়েরী করেন।