নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত প্রথম জুরখানে কুস্তি পালোয়ানি চ্যাম্পিয়নশিপে সাফল্য পেয়েছে বাংলাদেশ। সাফের আঞ্চলিক এ প্রতিযোগিতায় বাংলাদেশ দুটি সোনা সহ ৯টি পদক জিতে রানার্সআপ হয়েছে।আফগানিস্তান চ্যাম্পিয়ন, স্বাগতিক নেপাল তৃতীয় এবং চতুর্থ হয়েছে শ্রীলঙ্কা।বাংলাদেশের হয়ে কাবাডে ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন শরৎ চন্দ্র। ব্যক্তিগত ইভেন্টে অনূর্ধ্ব ৭০ কেজি ওজনশ্রেণিতে সিরাজুল ইসলাম স্বর্ণপদক উপহার দিয়েছেন বাংলাদেশকে।
বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান ও শ্রীলঙ্কা ছাড়া পাকিস্তান, ভুটান, মালদ্বীপ ও ভারত অংশ নিয়েছে এ প্রতিযোগিতায়।