মহারাষ্ট্রের প্রবীণ এক বিজেপি নেতা জানিয়েছেন, ২০১৯ লোকসভা নির্বাচনে মাধুরী লড়তে পারেন। পুণে কেন্দ্রের দলীয় প্রার্থী হিসাবে মাধুরীর নাম তালিকাতেও রয়েছে। তাঁর কথায়, মাধুরী দীক্ষিত ২০১৯ লোকসভা নির্বাচনে যাতে প্রার্থী হন, সেটাই দেখা হচ্ছে। ২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপি ৩ লাখের বেশি ভোটের ব্যবধানে কংগ্রেসের হাত থেকে পুনে আসনটি ছিনিয়ে নেয়। পুণের আসনটিই তাঁর জন্য উপযুক্ত হবে। অত্যন্ত গুরুত্ব দিয়েই মাধুরীর প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।
৫১ বছরের মাধুরী আশির শেষ থেকে নব্বইয়ের মাঝামাঝি পর্যন্ত বলিউডে রাজত্ব করেন। বলিউডে চুটিয়ে কাজ করতে করতেই তিনি বিয়ে করে বিদেশ পাড়ি দেন। অনেকদিনই কাজ থেকে দূরে ছিলেন তিনি। দুই সন্তানের মা মাধুরী আবার কামব্যাক করেন মুম্বাইয়ে। শুরু করেন তাঁর সেকেন্ড ইনিংস। আর তারপরই রাজনীতিতে আসার হাতছানি।