২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৭:০৬
ব্রেকিং নিউজঃ

বিজেপিতে মাধুরী দীক্ষিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, ডিসেম্বর ৮, ২০১৮,
  • 307 সংবাদটি পঠিক হয়েছে
বিজেপির হয়ে লড়বেন ধকধক গার্ল? বিজেপির হয়ে ২০১৯ লোকসভা নির্বাচনে লড়বেন মাধুরী দীক্ষিত। বিজেপি সূত্রে খবর, পুণে থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন মাধুরী। তাঁর নাম ইতিমধ্যেই বাছাই তালিকায় রাখা হয়েছে, দলীয় সভাপতি অমিত শাহ কথাও বলেছেন তাঁর সঙ্গে।চলতি বছরের জুন মাসেই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দেখা করেছিলেন মাধুরীর সঙ্গে। সে যাত্রায় বিভিন্ন তারকাদের সঙ্গে সাক্ষাৎই ছিল তাঁর উদ্দেশ্য৷ মাধুরী দিক্ষিত নেনের সঙ্গে দেখা করেন অমিত শাহ৷ মাহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, অমিত শাহ ও মাধুরীর মধ্যে বৈঠক হয়৷ ছিলেন মাধুরীর স্বামীও৷ সেই ছবি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়৷ তখন থেকেই জল্পনা শুরু৷

মহারাষ্ট্রের প্রবীণ এক বিজেপি নেতা জানিয়েছেন, ২০১৯ লোকসভা নির্বাচনে মাধুরী লড়তে পারেন। পুণে কেন্দ্রের দলীয় প্রার্থী হিসাবে মাধুরীর নাম তালিকাতেও রয়েছে। তাঁর কথায়, মাধুরী দীক্ষিত ২০১৯ লোকসভা নির্বাচনে যাতে প্রার্থী হন, সেটাই দেখা হচ্ছে। ২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপি ৩ লাখের বেশি ভোটের ব্যবধানে কংগ্রেসের হাত থেকে পুনে আসনটি ছিনিয়ে নেয়। পুণের আসনটিই তাঁর জন্য উপযুক্ত হবে। অত্যন্ত গুরুত্ব দিয়েই মাধুরীর প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

৫১ বছরের মাধুরী আশির শেষ থেকে নব্বইয়ের মাঝামাঝি পর্যন্ত বলিউডে রাজত্ব করেন। বলিউডে চুটিয়ে কাজ করতে করতেই তিনি বিয়ে করে বিদেশ পাড়ি দেন। অনেকদিনই কাজ থেকে দূরে ছিলেন তিনি। দুই সন্তানের মা মাধুরী আবার কামব্যাক করেন মুম্বাইয়ে। শুরু করেন তাঁর সেকেন্ড ইনিংস। আর তারপরই রাজনীতিতে আসার হাতছানি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »