আজ মাদারীপুর-২ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিল্টন বৈদ্যর কাগজপএ আনুষ্ঠানিক ভাবে জেলা বিএনপির নেতা কর্মিদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় জমা দেন । রাজৈর উপজেলায় সংখ্যালঘুদের ভোট বেশী থাকায় আর ঐ অঞ্চলের লোকজন চাচ্ছিল ভাল একজন হিন্দু প্রার্থী তা তারাপেয়েছে তাই ঐ অঞ্চলে আনন্দের জোয়ার বইছে ধানেরশীষের প্রার্থী মিল্টন বৈদ্যর পক্ষে । মিল্টন একজন শিক্ষিত দক্ষ রাজনৈতিক ব্যক্তি সে ঐ উপজেলায় চেয়ারম্যান হিসাবে নির্বাচন ও করেছে ।তার নির্বাচনী দক্ষতাও আছে সবমিলিয়ে মাদরীপুর-২ আসনে একজন সু-যোগ্য প্রার্থীকে নমিনেশন দিয়েছে বিএনপি ।