মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার পরবর্তী শীর্ষ সামরিক উপদেষ্টা হিসেবে আর্মি চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিল্লেইকে মনোনীত করেছেন। পেন্টাগন প্রধান জিম ম্যাটিসের মতের বিরুদ্ধে গিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। খবর এএফপি’র।
চার তারকাধারী জেনারেল মিল্লেই সেনাবাহিনীর পরবর্তী জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান হিসেবে জেনারেল জোসেফ ডানফোর্ডের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। মিল্লেই ইরাক ও আফগানিস্তানে দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয় দফায় দুই বছরের মেয়াদ পূর্ণ হওয়ার পর ২০১৯ সালের অক্টোবর মাসে অবসরে যাবেন ডানফোর্ড।
ট্রাম্প টুইটারে বলেন, ‘এই অসাধারণ দুই ব্যক্তি দেশকে যে সেবা দিয়েছেন সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’
প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করা ৬০ বছর বয়সী মিল্লেই যুদ্ধে সেনাদের নেতৃত্ব প্রদানের জন্য সুপরিচিত। ম্যাটিস এয়ার ফোর্স জেনারেল ডেভিড গোল্ডফিনকে এই পদে নিয়োগ দেয়ার পক্ষে ছিলেন।