৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:১৫

বরিশালে স্বশ্রদ্বচিত্তে শহীদ বুদ্বিজীবীদের স্বরনে পূস্পার্ঘ অপর্ণ করেছে হাসনাত ও সরোয়ার সহ বিভিন্ন রাজনৈতিক দল।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ডিসেম্বর ১৪, ২০১৮,
  • 429 সংবাদটি পঠিক হয়েছে

মহান স্বাধীনতা অর্জনের দুইদিন পূর্বে পাক হানাদার বাহিনী বাংলার মেধা শুণ্য করতে এদেশের বুদ্বিজীবীদের বেছে বেছে হত্যা করে।
শহীদ বুদ্বিজীবী দিবস উপলক্ষে বরিশাল শহীদ মুক্তিযুদ্বা স্বৃর্তি স্তম্ভে স্বশ্রদ্বচিত্তে ও যথাযথ মর্যদায় পূস্পাঘ অপর্ণ করেছে জেলা ও মহানগর আওয়ামীলীগ,বরিশাল সিটি কর্পোরেশন,সংসদ সদস্য,বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল,অঙ্গ সংগঠন।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা করেছে বরিশাল মহানগর বিএনপি ও বরিশাল রিপোর্টার্স ইউনিটি।

আজ শুক্রবার সকাল ৯টায় জেলা প্রশাসক দপ্তর সম্মুখে স্থাপিত শহীদ স্বৃর্তি স্তম্ভে গভীর শ্রদ্বা জানিয়ে বরিশাল জেলা আওয়ামীলীগের জেলা আওয়ামীলীগ সভাপতি ও স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রালয়ের স্থায়ী কমিটির সভাপতি (মন্ত্রী) আবুল হাসনাত আবদুল্লাহ্।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস,বরিশাল সদর (৫) আসনের আওয়ামীলীগ সহ মহাজোটের নৌকা প্রতিকের প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম সহ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এরপরে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষথেকে শ্রদ্বা জানিয়ে পূস্পমাল্য অপর্ণ করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মপরিষদ।
এছাড়া আরো শ্রদ্বা নিবেদন করেন বরিশাল মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী,সম্পাদক এ্যাড, একেএম জাহাঙ্গির হোসাইন,ও যুগ্ম সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ সহ দলীয় নেতা-কর্মী।
এরপরই শ্রদ্বা জানান, কৃষকলীগ,মহানগর মহিলালীগ, স্বেচ্ছাসেবকলীগ,বরিশাল মহানগর যুবলীগ,ছাত্রলীগ,হকার্সলীগ।
শহীদ বুদ্বি দিবস উপলক্ষে আরো শ্রদ্বা নিবেদন বরিশাল জেলা ওয়াকার্স পার্টি পক্ষে জেলা ওয়াকার্স সাধারন সম্পাদক সংদস সদস্য এ্যাড. শেখ মোঃ টিপু সুলতান,জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া বরিশাল জেলা ১৪দলের পক্ষ থেকে শ্রদ্বা জানান জেলা আওয়ামীলীগ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস,সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ টিপু সুলতান।

শ্রদ্বা জানান বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মঈদুল ইসলাম ও সদস্য মনোয়ার ইসলাম অলি।
এর পূর্বে শহীদ বুদ্বিজীবীদের স্বরনে শ্রদ্বা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
অন্যদিকে শহীদ বুদ্বিজীবী দিবস উপলক্ষে বরিশাল মহানগর বিএনপি’র আয়োজনে সদররোডস্থ জেলা ওমহানগর দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভার সভাপতি বরিশাল সদর(৫) আসনের ঐক্যফ্রন্টের ধানের শীর্ষের মনোনিত প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ার।
এসময় তিনি শহীদ বুদ্বিজীবীদের প্রতি গভীর শ্রদ্বা জানিয়ে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুল আহসান তালুকদার মনির,সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক।
পরে তিনি দলীয় নেতৃবৃন্দদের নিয়ে স্বৃর্তি স্তম্ভে পূস্পামাল্য অপর্ণ করেন।
এছাড়াও শহীদ বুদ্বিজীবীদের স্বরনে সন্ধা ৭টায় সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করেছে বরিশাল পেশাধারী সাংবাদিকদের সংগঠন বরিশাল রিপোর্টাস ইউনিটি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »