আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে ঘিড়ে বরিশাল সদর (৫) আসনের সংসদ সদস্য প্রার্থীরা মাঠ-ঘাট চষে বেড়াচ্ছে।দিনভর গন সংযোগ রাতে বিভিন্ন পাড়া-মহল্লায় চলছে ওয়ার্ড নেতা-কর্মী সমর্থক ও ভোটারদের নিয়ে করছেন উঠান বৈঠক।নির্বাচনী প্রচার-প্রচারনার পঞ্চমদিনে আজ শুক্রবার জুম্মা নামাজ উপলক্ষে নৌকা,ধানের শীষ,লাঙ্গল ও হাত পাখার প্রার্থীরা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় গিয়ে মুসল্লীদের সাথে দেখা-সাক্ষাত গন সংযোগ করে যে যার মত করে যার যার প্রতিকে চাইছেন একটি ভোট।আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদররোডে প্রচার-প্রচারনা লিফলেট বিতরন গন ও সংযোগকালে জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীর্ষের মনোনিত প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেন, আমরা গনতন্ত্রকে উদ্বার আন্দোলনের অংশ হিসাবে বর্তমান সরকারের অধিনে নির্বাচন করছি।এখন দেখছি সরকারের বাহিনী ও প্রশাসনের ছত্রছায়ায় আমাদের প্রচার-প্রচারনায় বাধা প্রদান ও হামলা করে আমাদের নির্বাচনী কাজে বাধা সৃষ্টি করে নির্বাচন বানচাল করে এক তরফা নির্বাচন করতে চায় সরকার।আমরা এই মুহুর্তে আসন্ন একাদশ জাতীয় নির্বাচন সুষ্টভাবে সম্পূর্ণ করতে হলে স্বরাষ্ট্র ও সংস্থাপন মন্ত্রালয় প্রধান নির্বাচন কমিশনরের অধিনে নেয়া নাহলে এদেশে সুষ্টভাবে নির্বাচন সম্পূর্ণ করার বিষয়ে সংশয় রয়ে গেছে।তিনি বলেন সরকার বার বার বলেন আমরা পদ্বাসেতু নির্মান করছি বিগত সময়ে আমাদের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা পদ্বাসেতু নির্মান করার ঘোষনা দিয়েছিলেন।আমরা ক্ষমতায় এলে দেশের উন্নয়নের কাজে কোন বিঘœ হবে না বেগম খালেদা জিয়ার অধিনেই পদ্বাসেতুর কাজ সম্পূর্ণ শেষ করা হবে।
অপরদিকে বুদ্বিজীবী দিবস উপলক্ষে মহানগর বিএনপির আয়োজনে আলোচনা সভায় মজিবর রহমানের সভাপতিত্বে সভাপতির বক্তৃতায় তিনি বলেন সেদিন এদেশে মুক্তিযুদ্ব হয়েছিল আয়ূবশাহী স্বৈরাচারী সরকার হটিয়ে দেশ শক্রমুক্ত করে একটি গসনতন্ত্র রাষ্ট্র কায়েম করা।
দেশ স্বাধীন হলেও এদেশে এখনো গনতন্ত্র ফিরে আসেনি বর্তমান ভোটার বিহীন সরকার স্বাধীনতার স্বপক্ষের শক্তির দোহাই দিয়ে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে গনতন্ত্র ধ্বংশ করে দিয়েছে।
সরোয়ার আরো বলেন এদেশে আওয়ামীলীগের হাতে গনতন্ত্র নিরাপদ নেই। আজ যারা এদেশ বিক্রি করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে আসন্ন জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ব হয়ে ভোটকেন্দ্র পাহারার মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে আনতে সকলকে সরকারের অত্যাচার বাধা উপেক্ষা করে মাঠে থাকার জন্য নেতা-কর্মীদের প্রতি আবান জানান।অন্যদিকে আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম সকালে শহীদ বুদ্বিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্বিজীবীদের প্রতি শ্রদ্বা জানিয়ে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বরিশাল মহানগর আওয়ামীলীগ সভাপতি বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সদস্য এ্যাড.গোলাম আব্বাস চৌধুরী দুলাল সহ দলীয় নেতা-কর্মীদের নিয়ে এদেশের উন্নয়নের গতিধারা অব্যাহত ও শান্তিতে জীবন-যাপন ও বসবাস করার জন্য নৌকা প্রতিকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালীর ও দেশ পরিচালনার জন্য আরেকবার ক্ষমতা আনার আহবান জানিয়ে গন সংযোগ ও লিফলেট বিতরন করেন।এছাড়া মাঠে-ঘাটে সন্ত্রাস মুক্ত ও দেশ উন্নয়নের জন্য বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রতিক হাত পাখা ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের জন্য ভোট প্রার্থনা করে ব্যাপক গন সংযোগ করছেন।এছাড়া বাম গণতান্ত্রিক জোটের মনিত কোদাল মার্কার প্রার্থী আঃ ছত্তার ও জোটর দলীয় কর্মীরা বসে নেই তারাও চালিয়ে যাচ্ছেন গন সংযোগ।