নয়াদিল্লিঃ একেবারে অবৈধ এবং বেআইনিভাবে এখনও বেশ কয়েকটি জায়গা দখল করে রেখেছে পাকিস্তান। আর সেই সমস্ত দখল করে রাখা ভারতের সব এলাকা পাকিস্তানকে এখনই খালি করতে হবে। নয়াদিল্লির তরফে বারবার এমনটাই জানানো হয়েছে ইসলামাবাদকে। এমনকি গত মাসেই এই বিষয়ে পাকিস্তানকে জানানো হয়েছে। এমনটাই জানানো হয়েছে মোদীর সরকারের তরফে। লোকসভায় এই বিষয়ে জানানো হয়েছে।
বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, এবিষয়ে নয়াদিল্লির দৃঢ় ও নৈতিক অবস্থান হল, গোটা জম্মু ও কাশ্মীর রাজ্য ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে ও থাকবে। লোকসভায় এক প্রশ্নের জবাবে এমনটাই বলেছেন তিনি। বিদেশমন্ত্রী আরও জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে ভারতের ৭৮ হাজার বর্গ কিলোমিটার এলাকা বেআইনিভাবে দখল করে রেখেছে পাকিস্তান। ১৯৬৩ সালের ২ মার্চ পাকিস্তান ও চিনের মধ্যে তথাকথিত ‘সীমান্ত চুক্তি’ হয়েছিল।
তার মাধ্যমে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৫ হাজার ১৮০ বর্গ কিলোমিটার এলাকা চিনের হাতে তুলে দিয়েছিল ইসলামাবাদ। আমরা প্রতিনিয়ত ও বারংবার পাকিস্তানকে বলে আসছি, বেআইনিভাবে দখল করে রাখা ভারতের সব এলাকা খালি করতে হবে। সর্বশেষ পাকিস্তানের কাছে এই দাবি তোলা হয়েছে চলতি বছরের ৩০ নভেম্বর। পাকিস্তান জোর করে জম্মু ও কাশ্মীরের একটা অংশ বেআইনিভাবে দখল করে রেখেছে।
শুধু তাই নয়, ডোকালাম ইস্যুতেও লোকসভায় প্রশ্ন রাখা হয় সরকারের কাছে। জানতে চাওয়া এখনও পর্যন্ত ডোকালামে কতবার চিনা অনুপ্রবেশ ঘটেছে। সেই প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং বলেন, ডোকালাম ভুটানের অংশ। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবার কোনও রকম গতিবিধি নজরে এলে নিয়মিতভাবে সেই সেই চিনের কাছে তোলা হয়। সেনাবাহিনীর মাধ্যমে ও কূটনৈতিকভাবে।