সিনথিয়া মৌরিন নিপা
জাপানের রাষ্ট্রদূত হিরোইয়ামু ইজুমি গত ১৩ ও ১৪ ডিসেম্বর ২০১৮ রোজ বৃহঃস্পতি ও শুক্রবার বরিশাল, ঝালকাঠী ও পিরোজপুরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। প্রথমে ঝালকাঠী পৌরসভায় তাঁকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী জনাব আলহাজ¦ আমির হোসেন আমু, বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ জাপান ফ্রেন্ডশীপ এসোসিয়েশনের চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম খান বুলবুল পরবর্তীতে ঝালকাঠীর শিরযুগের শেখেরহাট রূপসী বাংলা থাই পেয়ারা প্রকল্প , বাদল কাঠীর বিভিন্ন অনুন্নত কাঁচা-পাকা রাস্তা-ঘাট, কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিরোজপুরের স্বরূপকাঠিতে জাইকার প্রকল্প পরিদর্শন করেন। জাইকা নির্মিত সেহাঙ্গল,জুলুহার,মাদ্রা,জগন্নাথকাঠি সড়ক পরে জুলুহার সপ্ত গ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় এক সভায় তিনি বলেন, জাপান বাংলাদেশের ভালো বন্ধু। এ বন্ধন অটুট থাকবে। বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে জাপান সব সময় পাশে থাকবে। রাষ্ট্রদূত বলেন বাংলাদেশ জাপান ফ্রেন্ডশীপ এসোসিয়েশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম খান বুলবুল জাপানের খুব ভাল বন্ধু। ১৪ ডিসেম্বর ২০১৮ রোজ শুক্রবার বরিশালস্থ জমজম নার্সিংহোমে এক অনাঢ়ম্বর সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত সকল শিক্ষার্থীদের শিক্ষা শেষে জাপানে বিশেষ প্রশিক্ষণের আহ্ববান জানান।