২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৮:২৩
ব্রেকিং নিউজঃ

সরকার দেশকে এত উন্নয়নের মহাসড়কে নিয়ে যাবার পরও কেন জনগনের প্রতি তাদের কেন এত ভয় — সরোয়ার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, ডিসেম্বর ১৫, ২০১৮,
  • 347 সংবাদটি পঠিক হয়েছে

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের দিন যতই কাছে এগিয়ে আসছে প্রার্থীদের প্রচার-প্রচারনার ব্যস্ততাও বেড়ে গেছে সকাল থেকেই রাত পর্যন্ত গন সংযোগ প্রচার- প্রচারনা ও উঠান বৈঠক করার মাধ্যমে জন সাধারনের কাছে ভোট প্রর্থনা করে বেড়ালেও সব খানে ভোটারদের একই প্রশ্ন থেকে যাচ্ছে আমরা কি এবার কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবতো?
বরিশালে ভোটের মাঠ সরগরম হয়ে উঠলেও এখনো ভোটারদের মধ্যে ভোট দেয়ার আগ্রহ সৃষ্টি হয়নি। দু’ দলের কোন প্রার্থীই ভোটারদের মাঝে ভয়ের াাতংক দুর করতে পারেনি।
আর মাত্র ১৪দিন ভোটের দিন নির্বাচনের প্রচার-প্রচারনার ৬ষ্ট দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীর্ষ প্রার্থী কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব এ্যাড.মজিবর রহমান সরোয়ার আজ শনিবার সকালে নগরীর চৌমাথা মারকার্স মসজিদে নগরীর ১৪ নেং ওর্য়ার্ড বিএনপি সভাপতি মঈনএর বড় ভাই শাহিনের নামাজের জানাযার নামাজে অংশ নেয়ার মধ্য দিনে তার গন সংযোগের কর্মসূচি শুরু করেন।
গন সংযোগের সময় সরোয়ার বলেন সরকার কথায় কথায় বলেন তারা দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে তারা যদি এত উন্নয়ন ও মহাসড়কে নিয়ে যাবার পরও কেন জনগনের ভোটের প্রতি এত ভয়।
সরকার এটা কেন স্বিকার করছেনা দেশে তারা এত মানুষ খুন,গুম হত্যা করার পাশাপাশি দেশের অর্থ লুঠপাট করেছে।
দেশের জনগন আর লুঠপাটের উন্নয়ন দেখতে চায় না তারা এখন সুষ্টভাবে একটি ভোট দিতে চায় কেন্দ্রে গিয়ে।
সরকার যদি ভোটের রাজনীতি বিশ্বাষ করে তাহলে ভোটের মাঠ সমতলে নিয়ে আসুক জনগন যাকে নির্বাচিত আমরা তা মেনে নেব।
এসময় সরোয়ার আরো বলেন আমরা জাতীয় ঐক্যফ্রন্ট ক্ষমতায় আসলে কেন এদেশের উন্নয়ন বাধাগ্রস্থ হবে আমরাও আমাদের দেশের উন্নয়নের রাজনীতি বিশ্বাষ করি।
সরোয়ার আরো বলেন আওয়ামীলীগ সহ মহাজোটের প্রার্থী মাঠের রাজনীতি করার প্রার্থী নয় বলে বরিশালে বিএনপি যে উন্নয়নের যেধারা চালু করে গেছে তার চোখে তা ধরা পড়ছে না।
সরকার জনগনকে ভয় পায় বলেই প্রতিদিন বিরোধীদলের গনসংযোগ ও প্রচার-প্রচারনার কাজে পুলিশ প্রহরায় তাদের সন্ত্রসী বাহিনী দিয়ে আমাদের উপর হামলা করে যাচ্ছে তারপরও এদেশের মানুষকে দমিয়ে রাখতে পারছে না।
এবার বরিশালের জনসাধারন জাতীয় নির্বাচনে সিটি নির্বাচনের মত ইতিহাস সৃষ্টি হতে দেবে না।

এছাড়া রাতে নগরীর কাশিপুরের লাকুটিয়া সহ বেশ কয়েকটি এলাকায় তার গনসংযোগ ও উঠান বৈঠকের কর্মসীচি রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »