বিনোদন ডেস্ক
গৃহবধূ থেকে পুলিশ ইন্সপেক্টর, সমাজসেবী থেকে যৌনকর্মী। তাঁর ঝুলিতে এমন খুব কম চরিত্রই রয়েছে যার চরিত্রায়ণ তিনি করেননি! ঋতুপর্ণা সেনগুপ্ত! এবার তাঁর মুকুটে আরেক নয়া পালক! পরিচালক পৃথা চক্রবর্তীর ছবি ‘মুখার্জি দার বৌ’-এ সাইকোলজিস্ট-এর চরিত্রে দেখা মিলবে ঋতুপর্ণার। প্রযোজনা সংস্থা ‘উইনডোজ’!পরিচালক জানিয়েছেন, ”আধুনিক পরিবারে শাশুড়ি ও বৌমার সম্পর্ককে কেন্দ্র করে গড়িয়েছে ছবির চিত্রনাট্য। পরতে পরতে ফুটে উঠেছে সম্পর্কর জটিলতা, কখনও বা আবেগের টানাপোড়েন। ছবির কেন্দ্রে রয়েছে এক গৃহবধূ, যাঁর নাম ছবির ক্লাইম্যাক্স পর্যন্ত জানা যায় না। তার আগে পর্যন্ত তাকে ‘মুখার্জি দার বৌ’ নামেই ডাকা হয়েছে।”প্রযোজক নন্দীতা দাস ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছেন, ” গল্পের মূল বিষয়– ওমেন এমপাওয়ারমেন্ট। কাজেই, ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসেই মুক্তি পাবে ছবিটি।”শুটিং চলছে। ঋতুপর্ণার পাশাপাশি রয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুসূয়া মুমদার, অপরাজিতা আঢ্য, বিশ্বনাথ বসু, বাদশা মৈত্র। সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাসগুপ্ত।