এরপর দেশটির পার্লামেন্টে তিন-তিনবার অনাস্থা ভোট পাস হলেও পদত্যাগ করেননি রাজাপাকসে। রাজাপাকসের প্রধানমন্ত্রীত্বকে চ্যালেঞ্জ করে শ্রীলংকার আপিল আদালতে (কোর্ট অব আপিল) বিক্রমাসিংহেপন্থী ১২২ এমপির রিটি পিটিশনের পর গত সপ্তাহে এক রায়ে আদালত নির্দেশ দেন, ‘প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকা রাজাপাকসের পক্ষে ন্যায়সঙ্গত নয়। এরপর একপ্রকার বাধ্য হয়ে পদত্যাগ করেন রাজাপাকসে।
তবে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদে রনিল বিক্রমাসিংহের শপথ গ্রহণের মাধ্যমে দেশটিতে রাজনৈতিক সংকটের অবসান ঘটলো বলে আশা প্রকাশ করছেন দেশটির বিশেষজ্ঞরা।