দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হলো শীল বাড়ির শিশির কুমার শীল, রণজিত কুমার শীল, অজিত কুমার শীলের বসতঘর ও মনিন্দ্র কুমার শীলের রান্নাঘর। ন্যাক্কারজনক এই ঘটনাটা ঘটেছে গত শনিবার (১৫ ডিসেম্বর) রাত ১০ টার দিকে ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামে। আগুন লাগানোর সময় ঘরের মানুষ জাগা ছিল। দূর্বৃত্তদের আনা – গোনা টের পেয়ে ঘর থেকে কে -কে বলে চিৎকার করলে উল্টো “চুপ থাক শালা” মালু বলেই দ্রুত কেরোসিন ঢেলে চারিদিকে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বুঝতে অসুবিধা নেই হিন্দুদের উপর নির্বাচনকালীন পরিকল্পিত একটি ষড়যন্ত্র মূলক হামলারই অংশ এটা। গতকাল ফেণী সোনাগাজীতে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্হানীয় ওয়ার্ড মেম্বার, আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন বাবুলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণ করছে
, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সুষ্ঠ বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, সেইসাথে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোকে সহযোগিতা করার জন্য উক্ত এলাকার সকলের কাছে অনুরোধ জানিয়েছে হিন্দু মহাজোট বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু কল্যান ফ্রন্ট সহ বিভিন্ন হিন্দু সংগঠন ।।