নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। সোমবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টায় আগারগাঁও-এ রাজধানীর নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাসহ বৈঠকে অন্যান্য কমিশনার ও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত রয়েছেন।
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কাদের সিদ্দিকী, আ স ম রব, মাহমুদুর রহমান মান্না, নজরুল ইসলাম খান, ড. মঈন খান, মোস্তফা মহসিন মন্টু, জাফরুল্লাহ চৌধুরীসহ ঐক্যফন্টের ১৩ সদস্যদের প্রতিনিধি অংশ নিয়েছেন।
