ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা-সহ একাধিক বিজেপি নেতৃত্ব। রাজ্য নেতাদের পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহর ঘনিষ্ঠ কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব।
সেই বৈঠকেই ঠিক হয়েছে, এবার রাজ্যের বিরুদ্ধে সব ধরণের আক্রমণে যাবে গেরুয়া শিবির। কোনওমতেই আর ছেড়ে কথা বলবে না তারা। প্রথমে, আইনের পথে আক্রমণ করতে চাইছে বিজেপি নেতারা। তারপর, হবে রাস্তায় নেমে আন্দোলন। পাশাপাশি রাজ্য বিজেপি সূত্রে খবর, এবার কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে রথযাত্রা কর্মসূচি পালনের প্রস্তাব আদালতের সামনে পেশ করতে পারেন তাঁরা। তবে সেক্ষেত্রে আদালত কি সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার।