আজ সকাল ১০ ঘটিকায় জাতিয় পাটির মনোনীত, মোস্তাকুর রহমান মোস্তাক নিবাচনী পচারনায় অংশ নিয়েছে, দারুসসালাম থানা, জাতিয় পাটি, দারুসসালাম থানা শ্রমিক পাটি, যুব সংহতি, সেচ্ছাশেবক পাটি, ওমটর শ্রমিক পাটির নৃএিবৃনদগন মিলে লাঙল মাকার লিপলেট বিতরন করেন। এ সময় তিনি বিভিন্ন এলাকায় পথ সভায় বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্থের নির্বাচন বর্জন করুন, সৎ এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে নির্বাচিত করে, সুন্দর সমাজ গড়ে তুলুন। আগামী ৩০/ তারিখ সকলেই লাঙল মার্কায় জয় ভোট দেওয়ার আহবান করেন।