আল আমিন
নাজিরপুর উপজেলার বৈঠাকাঠা বাজারে শুভ উদ্ভোদন হলো আল-আরাফা ইসলামী ব্যাংক
এজেন্ট ব্যাংকিং ডিভিশনের কার্যক্রম। আধুনিক সুবিধা বঞ্চিত এলাকাবাসীর দ্রুত অর্থনৈতিক
লেন-দেনের কথা মাথায় রেখে ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলামের উদ্যোগে এই ব্যাংকিং
ব্যবস্থা একটি যুগান্তকারী পদক্ষেপ। এই ব্যাংক এখানে স্থাপিত হওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের
ছোট/বড় অংকের লেন-দেন দ্রুত সময়ে সম্পাদন করতে এখন আর নাজিরপুর সদর অথবা
স্বরূপকাঠী যেতে হবে না।