বরিশালের মেহেন্দীগঞ্জে ঐক্যফ্রন্ট প্রার্থী নুরুর রহমান জাহাঙ্গীরের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।হামলায় প্রার্থীসহ ৮/১০ জন আহত হয়েছেন।বর্তমানে নুরুর রহমান জাহাঙ্গীর বরিশালস্থ শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছেন।তার পায়ে মারাত্বক চোট লেগেছে বলে জানিয়েছেন দ্বায়িত্বরত চিকিৎসক।নুরুর রহমান সমর্থিতসুত্র জানায় মেহেন্দীগঞ্জর উলানিয়া প্রচারনা চালানোর সময় মহাজোট প্রার্থী বর্তমান এমপি পঙ্গজ দেবনাথের লোকজন অতকির্ত ভাবে তাদের উপর হামলা চালায়।এতে প্রার্থীসহ ৮৴১০জন আহত হয়।