১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৯:৫২

মেসেজে পাওয়া অশ্লীল ছবি প্রেরকের স্ত্রী-প্রেমিকাদের পাঠালেন মডেল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ডিসেম্বর ২১, ২০১৮,
  • 363 সংবাদটি পঠিক হয়েছে

সোশ্যাল মিডিয়াযর ভালো দিক যেমন আছে, তেমন মন্দ দিকও রয়েছে। সেই মন্দ জিনিসই ভোগাচ্ছিল অষ্ট্রেলিয় মডেল এমিলি সিয়ারসকে। সোশ্যাল মিডিয়া খোলামাত্র মেসেজ বক্সে দেখতেন একের পর এক পুরুষ তাকে পুরুষাঙ্গের ছবি পাঠাচ্ছেন৷ 

প্রথম প্রথম বিরক্ত হতেন। কিন্তু পরে এই প্রেরকদের সামলাতেই অভিনব পন্থা নিলেন তিনি। ছবি যারা পাঠিয়েছেন তাদের স্ত্রী বা প্রেমিকাদের সঙ্গে যোগাযোগ করে পাঠিয়ে দিলেন সে ছবি৷ ইন্টারনেট অধ্যুষিত যুগে, সোশ্যাল মিডিয়াকে অবহেলা করা যায় না। আর গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যারা যুক্ত তারা তো এ জিনিস করতেই পারেন না। অষ্ট্রেলিয়ান এই মডেলও তাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। কিন্তু বেশ কিছুদিন ধরে তার জীবন অতিষ্ঠ করে তুলেছিলেন তারই কিছু পুরুষ অনুগামী। মেসেজ বক্সে তাকে নিয়মিত পুরুষাঙ্গের ছবি পাঠাতেন তারা।

কীভাবে এদের সামলাবেন ভাবতে ভাবতেই অভিনব পন্থা খুঁজে পেলেন তিনি। যারা এ ধরনের ছবি পাঠিয়েছিলেন তাদেরই স্ত্রী ও বান্ধবীদের সঙ্গে যোগাযোগ করে চ্যাট বক্সের ছবি পাঠিয়ে দেন তিনি। কেন এমনটা করতে গেলেন তিনি? 

এমিলি জানিয়েছেন, ‘এই ধরনের ছবি পেতে পেতে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। শুধু আমি মডেল , আমার ফ্যান আছে বলেই নয়, যে কোনও মেয়ের সঙ্গেই এ ঘটনা ঘটতে পারে। আসলে মেয়েরা যখন অনলাইন থাকে তাদের কাছে ডেটিংয়ের প্রস্তাব আসতে থাকে। মেয়েরা নারাজ হলেই এ ধরনের ছবি পাঠাতে থাকে ছেলেরা৷’’ 

সেই প্রবণতা আটকাতেই এমিলির এই পদক্ষেপ৷ স্ত্রী বা প্রেমিকার কাছে পৌঁছানোর পর ওই পুরুষদের হাল কী রকম? সে ইতিহাস অবশ্য গোপন থাকাই ভাল।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »