তদন্তের স্বার্থে ভারতীয় কোনও নাগরিকের মোবাইল, কম্পিউটার ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নজরদারি চালানোর সিদ্ধান্তের কোঠার বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এই নির্দেশনার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটি ব্যক্তিগত স্বাধীনতায় অবৈধ হস্তক্ষেপ। এক টুইট বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, এটা কি বিপজ্জনক নয়? জাতীয় নিরাপত্তার স্বার্থে হলে সেই ক্ষমতা আগে থেকেই কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে, সাধারণ মানুষকে কেন হয়রানি করা হবে?
ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, তথ্য পাওয়ার জন্য যেকোনো ব্যক্তির কম্পিউটার, মোবাইলে নজরদারি চালাতে পারবে ১০টি সংস্থা। বাদ যাবে না নাগরিকদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও। তথ্য দেওয়ার ক্ষেত্রে অসহযোগিতা করলে সাত বছরের জেল এবং জরিমানা হতে পারে।