২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৯:২৪
ব্রেকিং নিউজঃ

নৌকা-ধানের শীষ-লাঙ্গল দেশে লুটেরাদের প্রতিনিধিত্ব করে’

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ডিসেম্বর ২১, ২০১৮,
  • 282 সংবাদটি পঠিক হয়েছে

বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, নৌকা-ধানের শীষ-লাঙ্গল দেশের ১ শতাংশ লুটেরাদের প্রতিনিধিত্ব করে। এদের প্রচার-প্রচারণার মধ্যে দেশের মানুষকে বন্দি করে ফেলা হচ্ছে। কিন্তু এক দুঃশাসন থেকে মুক্তি পেতে আরেক দুঃশাসনের হোতাদের রাজত্বে দেশের মানুষের মুক্তি আসবে না।

আজ গাজীপুরে কাস্তে মার্কার প্রার্থীদের গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, ৯৯ শতাংশ মানুষের স্বার্থের প্রতিনিধিত্বকারী হলো সিপিবি ও বাম জোটের প্রতিনিধিরা। তিনি কাস্তে মার্কায় ভোট দিয়ে ‘ভিশন-মুক্তিযুদ্ধ ৭১’ বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করার আহ্বান জানান। তিনি বলেন, লুটপাটতন্ত্র, গণতন্ত্রহীনতা, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদের হাত থেকে দেশকে মুক্ত করতে মানুষের জাগরণ দরকার।

মুজাহিদুল ইসলাম সেলিম আজ নেত্রকোণায় রাত্রিযাপন করবেন। আগামীকাল ২২ ডিসেম্বর সকালে নেত্রকোণা-৩ (আটপাড়া, কেন্দুয়া) আসনের প্রার্থী অধ্যক্ষ আনোয়ার হোসেন, বেলা ১১টায় নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, মদন) আসনের প্রার্থী জলি তালুকদার ও বিকেলে ময়মনসিংহ-৪ (সদর)’র প্রার্থী এমদাদুল হক মিল্লাতের সমর্থণে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখবেন।

আগামী ২৩ ডিসেম্বর জামালপুরের সদর, মেলান্দহ ও ইসলামপুরের প্রার্থীদের গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তার।

এদিকে আজ নারায়ণগঞ্জ প্রার্থীদের সমর্থনে অনুষ্ঠিত পথসভা ও গণসংযোগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, দেশ এখন ধনী তৈরির কারখানায় পরিণত হয়েছে। শ্রমজীবী মানুষের সম্পদ লুটে সম্পদের মালিক হওয়া এসব ধনীদের এক ‘পা’ দেশে অন্য ‘পা’ কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ অন্য দেশে।

দেশের সংসদ পরিণত হয়েছে ব্যবসায়ীদের ক্লাবে। নিজের সম্পদ বৃদ্ধিই যেন সংসদ সদস্যদের একমাত্র কাজ। এ অবস্থা থেকে দেশকে মুক্ত করে বৈষম্য নিরসন ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ‘কাস্তে’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী অ্যাড. মন্টু ঘোষ, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আব্দুস সালাম বাবুল, ঢাকা-৬ আসনের প্রার্থী আবু তাহের হোসেন (বকুল), সিপিবি’র কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ শ্রমিকনেতা মাহবুব আলম, ক্ষেতমজুর নেতা আরিফুল ইসলাম নাদিম, বিকাশ সাহা প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »