২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ২:৫৬

রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে বাধ্য করার আহ্বান বাম জোটের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, অক্টোবর ২০, ২০১৭,
  • 657 সংবাদটি পঠিক হয়েছে

রোহিঙ্গা সমস্যার উৎস এবং সমাধান দুটোই মিয়ানমারে কাজেই সমস্যার সমাধানে মিয়ানমার সরকারের ওপর জাতিসংঘ আন্তর্জাতিক মহলের চাপ সৃষ্টি করতে হবে পাশাপাশি কফি আনান কমিশনের সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন করার দাবি জানিয়েছে বাম দলগুলোর জোট

শুক্রবার এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। পুরনো পল্টনে সিপিবি কার্যালয়ে বামদলগুলোর জোট সিপিবিবাসদবাম মোর্চা সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল

সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য রাখেন গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবি সাধারণ সম্পাদক শাহ আলম।
এতে বলা হয়, আগামী ২২ অক্টোবর সকাল ১১টায় জাতিসংঘের ঢাকাস্থ বাংলাদেশ কার্যালয়ে পর্যন্ত সংগৃহীত লক্ষাধিক গণস্বাক্ষর জমা দেওয়া হবে। রোহিঙ্গা সমস্যা সমাধানে ৫টি দাবিতে জাতিসংঘের মহাসচিবের কাছে স্মারকলিপি পেশের জন্য সারাদেশে সিপিবিবাসদ,বাম মোর্চা গণস্বাক্ষর অভিযান পরিচালনা করে। গণস্বাক্ষর অভিযানে জনগণের অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গেছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হক। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাসদএর কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)’ কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার,সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »