বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) সংসদীয় আসনে সতন্ত্র প্রার্থি সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ জাসদের আন্তজার্তিক বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আনিচুজ্জামান আনিচ নির্বাচনী এলাকা উজিরপুর ও বানারীপাড়ায় ট্রাক মার্কার সমর্থনে ব্যাপক গণসংযোগ করেন। গতকাল দিনভর উজিরপুরের হারতা-সাতলা এবং বানারীপাড়ার বাইশারী ও উপজেলা সদওে ব্যাপক গণসংযোগ করেন। গন সংযোগকালে সতন্ত্র প্রার্থি এ্যাডভোকেট আনিচুজ্জামান আনিচ বলেন, তিনি বিএম কলেজে ছাত্র রাজনীতি করা অবস্থায় গরীব ও অসহায় শিক্ষার্থিদের পাশে ছিলেন। তাদের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করেছেন। তিনি বলেন, শিক্ষা জীবনে সাধারন শিক্ষার্থিদের পাশে থাকার মধ্য দিয়ে এসব শিক্ষার্থিদের যে ভালোবাসা পেয়েছেন তার কোন তুলনা হয় না। সে কারনে দীর্ঘ দিন ধরে তিনি সাধারন মানুষের জন্য রাজনীতি করে আসছেন। তিনি উজিরপুর-বানারীপাড়ার দরিদ্র ও অসহায় মানুষের জন্য কাজ করতে চান। এ কারনে তিনি প্রার্থি হয়েছেন। তাই আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে ট্রাক মার্কায় ভোট চান তিনি।এদিকে এ্যাডভোকেট আনিচুজ্জামান আনিচের গনসংযোগের সময় অন্যান্যর মধ্যে তার সাথে ছিলেন বানারীপাড়া উপজেলা জাসদের সভাপতি শ্যামল মিত্র, সাধারন সম্পাদক মো : টিপু সুলতান, যুবজোটের কেন্দ্রীয় সদস্য বাসুদেব পারুয়া, হারতা ইউনিয়ন যুবজোটের সভাপতি কালিপদ দাস, প্রচার সম্পাদক রতন কুমার বিশ^াস, সহ-সম্পাদক সুকদেব রায়, সাংগঠনিক সম্পাদক সাতলা ইউনিয়ন জাসদ নেতা রতন কুমার দাস, বিভুতি বাড়ৈ, আবুল হোসেন বিশ^াস, রনি হোসেন,বানারীপাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি কাওসার মাহামুদ, রিয়াজুল ইসলাম শাওন প্রমুখ।eZ©gvb miKvi G‡`k †_‡K †fv‡Ui ivRbxwZ aŸsk K‡i w`‡”Q|– m‡ivqvi|