জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) আটটি শিক্ষা বোর্ডের মধ্যে এবারও বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি। আর জিপিএ-৫ বেশি পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। জেএসসি-জেডিসিতে এবার সম্মিলিত পাসের হার ৮৫ দশমিক ৮৩ শতাংশ। আর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ০৫ শতাংশ। এবার সম্মিলিতভাবে জিপিএ-৫ পেয়েছে মোট ৬৬ হাজার ১০৮ জন। এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন পরীক্ষার্থী।
সোমবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি ও জেডিসির বিস্তারিত ফল তুলে ধরেন।
শিক্ষামন্ত্রী জানান, জেএসসিতে এবার পাস করেছে ১৮ লাখ ৯০ হাজার ৫১৮ জন। পাসের হার পাসের হার ৮৫ দশমিক ২৮ শতাংশ। অন্যদিকে, মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে এবার ৮৯ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।পাসের হার ৮৯ দশমিক ৪ শতাংশ।
ঢাকা বোর্ড থেকে এবার সবচেয়ে বেশি ২২ হাজার ৩৩৪ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে জেএসসিতে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৯৮৭ জন।