বিজয় দিবসকে
কেন্দ্র করে দেশের গান করলেন কণ্ঠশিল্পী দেবলীনা সুর। ‘স্বপ্ন দেশে’ শিরোনামের
গানের কথা লিখেছেন সুমন সাহা এবং সঙ্গীত আয়োজন করেছেন সুমন কল্যাণ। গানের
সুর করেছেন শিল্পী দেবলীনা নিজেই। গানের কথা- ‘এই যে
দেখো পাহাড়ঘেঁষে রৌদ্র হাসে’।
অন্যদিকে দেবলীনার আরেকটি গানের শিরোনাম ‘চল সবুজের
দল’। এই
গানের কথা লিখেছেন ও সুর করেছেন অপূর্ব রাহা। গানটি ১৯৮০ সালের। ৩৮ বছর
পর গানটি নতুন করে রেকর্ডিং করা হয়েছে। নতুন করে এই গানটির ও সঙ্গীত
আয়োজন করেছেন সুমন কল্যাণ। গানটি গানওয়ালার ইউটিব
চ্যানেলে অবমুক্ত হয়েছে। তবে ‘স্বপ্ন দেশে’ গানটির
ভিডিওসহ ১৫ ডিসেম্বর গানওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।