২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৮:৪১
ব্রেকিং নিউজঃ

বিপিএলে যেমন একাদশ হবে দলগুলোর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জানুয়ারি ২, ২০১৯,
  • 275 সংবাদটি পঠিক হয়েছে


বিপিএলের আগের আসরগুলোতে চোখ থাকে বেশি বিদেশিদের ওপর। গেইল, পোলার্ড, রাসেল, এভিন লুইস, হাফিজ, সামি, মালিঙ্গারাই যেন সব আলো কেড়ে নেয়। কিন্তু এবার তামিম, সৌম্য, লিটন ফর্মে আছেন। দারুণ ছন্দে আছেন সাকিব-মুশফিক, মুস্তাফিজরা। তাই দেশি-বিদেশি তারকাদের দিকে সমান চোখ ভক্তদের। যদিও স্মিথ, ওয়ার্নার ও ডি ভিলিয়ার্স পাচ্ছেন বাড়তি কদর। 

বিপিএলের ফ্রাঞ্চাইজিগুলো দেশি-বিদেশি তারকাদের নিয়ে শক্ত দল গড়েছে। এবার তাই মাথা ঘামাতে হবে একাদশ সাজানো নিয়ে। বিদেশি সর্বোচ্চ চারজন করে খেলোয়াড় নিতে পারবে একাদশে। দলগুলোর সম্ভাব্য একটা একাদশ দেওয়া হলো এখানে। 

রংপুর রাইডার্সের দল: মাশরাফি মর্তুজা, ক্রিস গেইল (উইন্ডিজ), নাজমুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, এবি ডি ভিলিয়ার্স(দ. আফ্রিকা), অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), সোহাগ গাজী, শাফিউল ইসলাম, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, রবি বোপারা (ইংল্যান্ড), রাইলি রুশো (দ. আফ্রিকা), বিন্নি হাউল (ইংল্যান্ড), ওসানে থমাস (উইন্ডিজ), নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হাসান, ফারদীন হাসান।

সম্ভাব্য একাদশ: ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন, এবি ডি ভিলিয়ার্স, রবি বোপারা, নাদিফ চৌধুরী, সোহাগ গাজী, মাশরাফি মর্তুজা, আবুল হাসান, শাফিউল ইসলাম, নাজমুল ইসলাম।

ঢাকা ডায়নামাইটসের দল: সাকিব আল হাসান, সুনীল নারিন (উইন্ডিজ), রোভম্যান পাউয়েল (উইন্ডিজ), কাউরান পোলার্ড (উইন্ডিজ), আন্দ্রে রাসেল (উইন্ডিজ), হজরতউল্লাহ জাজাই (আফগানিস্তান), রুবেল হোসেন, নুরুল হাসান, আন্দ্রে ব্রিচ (দ. আফ্রিকা), ইয়ান বেল (ইংল্যান্ড), রনি তালুকদার, শুভাগত হোম, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহদাত হোসেন, নাঈম শেখ।

সম্ভব্য একাদশ: রনি তালুকদার, সুনীল নারিন, হজরতউল্লাহ জাজাই, সাকিব আল হাসান, কাউরান পোলার্ড, আন্দে রাসেল, নুরুল হাসান, শুভাগত হোম, আসিফ হাসান, কাজী অনিক, রুবেল হোসেন।

সিলেট সিক্সার্সের দল: নাসির হোসাইন, সাব্বির রহমান, লিটন দাস, সোহেল তানভীর (পাকিস্তান), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), আফিফ হোসাইন, তাসকিন আহমেদ, ফ্যাবিয়ান অ্যালিন (উইন্ডিজ), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), আল-আমিম হোসাইন, গুলবাদিন নাইব (আফগানিস্তান), আন্দ্রে ফ্লেচার (উইন্ডিজ), প্যাট ব্রাউন (ইংল্যান্ড), নিকোলাস পরান (ওয়েস্ট ইন্ডিজ), তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী, মেহেদি হাসান রানা।

সম্ভব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, লিটন দাস, সাব্বির রহমান, নিকোলাস পরান, নাসির হোসাইন, প্যাট ব্রাউন, আফিফ হোসাইন, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, তাসকিন আহমেদ, ইমরান তাহির। 

খুলনা টাইটান্সের দল: মাহমুদুল্লাহ, আরিফুল হক, নাজমুল হোসাইন শান্ত, কার্লোস ব্রাফেট (উইন্ডিজ), ডেভিড ম্যালান (ইংল্যান্ড), আলী খান (যুক্তরাষ্ট্র), জহুরুল ইসলাম, তাইজুল ইসলাম,  জহির খান (আফগানিস্তান), রুদারফোর্ড (উইন্ডিজ), লাসিথ মালিঙ্গা, (শ্রীলংকা), শরিফুল ইসলাম, ইয়াসির শাহ (পাকিস্তান), ব্রেন্ডন টেলর (জিম্বাবুয়ে), আল আমিন, সুবাসিস রয়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল আকন।

সম্ভব্য একাদশ: নাজমুল হোসাইন শান্ত, জহুরুল ইসলাম, ব্রেন্ডন টেলর, রুদারফোর্ড, মাহমুদুল্লাহ, কার্লোস ব্রাফেট, আরিফুল হক, আল আমিন, সুবাসিস রয়, ইয়াসির শাহ, তাইজুল ইসলাম। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দল: তামিম ইকাবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক (পাকিস্তান), আসলে গুনাথিলাকা (শ্রীলংকা), লিয়াম ডাউসন (ইংল্যান্ড), আবু হায়দার, আনামুল হক, স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া),  শহীদ আফ্রিদি (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলংকা), ইভান লুইস (উইন্ডিজ), ওয়াকার সালামকেইল (আফগানিস্তান), আমিন ইয়ামিন (পাকিস্তান), মেহেদি হাসান, জিয়াউর রহমান, মোশাররফ হোসাইন, মোহাম্মদ শহিদ, শামসুর রহমান, সনজিৎ সাহা।   

সম্ভব্য একাদশ: তামিম ইকাবাল, ইমরুল কায়েস, স্টিভেন স্মিথ, ইভান লুইস, আনামুল হক, থিসারা পেরেরা, শহীদ আফ্রিদি,  মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান, আবু হায়দার, মোশাররফ হোসাইন। 

রাজশাহী কিংসের দল: মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক, মেহেদি মিরাজ, জাকির হোসাইন, সৌম্য সরকার, ফজলে রাব্বি, কায়িস আহমেদ, ক্রিস্টিয়ান জঙ্কার (দ. আফ্রিকা), ইসুরু উদানা (শ্রীলংকা), আরাফাত সানি, লাইরি ইভানস (শ্রীলংকা), রায়ান টেন ডেসকট (নেদারল্যান্ডস), সেকুগে প্রসন্ন (শ্রীলংকা), মোহাম্মদ সামি (পাকিস্তান), আলাউদ্দিন বাবু, মারশাল আইয়ূব, কামরুল রাব্বি।

সম্ভব্য একাদশ: সৌম্য সরকার, জাকির হোসেন, মুমিনুল, মোহাম্মদ হাফিজ, লাইরি ইভানস, ফজলে রাব্বি, সেকুগে প্রশন্ন, মেহেদি মিরাজ, আরাফাত সানি, ইসুরু উদানা, মুস্তাফিজুর রহমান। 

চিটাগং ভাইকিংসের দল: মুশফিকুর রহিম, সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), লুক রনকি (নিউজিল্যান্ড), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান), সানজামুল ইসলাম, মোসাদ্দেক, আবু জায়েদ, মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), রবি ফ্রিলিনক (দ. আফ্রিকা), ক্যামেরুন দেলপোর্ত (দ. আফ্রিকা), দাশুন সানাকা (শ্রীলংকা), সৈয়দ খালিদ আহমেদ, নাজিবুল্লাহ জাদরান (আফগান্তিস্তান), নাঈম হাসান, মোহাম্মদ আশরাফু, রবিউল হক, ইয়াসির আলী, নাহিদুরজ্জামান, সাদমান ইসলাম।

সম্ভব্য একাদশ: লুক রনকি, মোহাম্মদ শাহজাদ, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, সিকান্দার রাজা, মোসাদ্দেক হোসেন, রবি ফ্রিলিনক, সানজামুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ, খালেদ আহমেদ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »