প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রীকে সরকার গঠনের আহ্বান জানান রাষ্ট্রপতি। বার্তা সংস্থা ইউএনবির এক খবরে এই তথ্য জানানো হয়েছে।
আজ বিকেল ৪টা ২০ মিনিটে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছান। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনে বিজয়ের পর এই প্রথম রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী। তিনি রাষ্ট্রপতির হাতে আওয়ামী লীগের একক সংখ্যাগরিষ্ঠতার পত্র তুলে দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি : বাসস
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার পর সংসদ ভবনে শপথকক্ষে শেখ হাসিনাসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথবাক্য পাঠ করেন। সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথ নিয়েছেন আওয়ামী লীগ ও মহাজোটের ২৮৮ সংসদ সদস্য। এ ছাড়া স্বতন্ত্র আরো তিনজন সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।