১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৯:৪৩

ওয়েব সিরিজে আমি প্রতিবাদী নারী : পপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, জানুয়ারি ৩, ২০১৯,
  • 426 সংবাদটি পঠিক হয়েছে

জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্নধারার ছবিতেও সফল এই সুন্দরী নায়িকা। অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনবার অর্জন করেছেন চলচ্চিত্রে দেশের সর্বোচ্চ সম্মান ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। বর্তমানে তার হাতে আছে হাফ ডজন চলচ্চিত্র। সম্প্রতি ওয়েব সিরিজ ‘ইন্দুবালা’র নাম ভূমিকায় অভিনয় করে নতুন আলোচনায় পপি।এই তারকাকে নিয়ে লিখেছেন মাসিদ রণ

নতুন করে আলোচনায় দীঘর্দেহী গ্ল্যামারাস অভিনেত্রী সাদিকা পারভিন পপি। কারণ এবারই প্রথম ওয়েব কনটেন্টে কাজ করলেন তিনি। পরিচালক অনন্য মামুনের ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজের নাম ভূমিকায় অভিনয় করেছেন এই তারকা। এরইমধ্যে এর শ্যুটিং শেষ হয়েছে। গতকাল থেকে ডাবিং শুরু করেছেন এই অভিনেত্রী। ওয়েব সিরিজে কাজ করা প্রসঙ্গে পপি বলেন, ‘এখন আমাদের দর্শকও ইউটিউবে নিয়মিত নাটক-সিনেমা দেখেন। যুগের এই চাহিদাকে তাই আমরা অস্বীকার করতে পারি না। এ জন্য খেয়াল করলে দেখবেন, হলিউড ও বলিউডের বড় বড় তারকাও ওয়েব সিরিজে কাজ করছেন। শুধু তাই নয়, তাদের কাজগুলো খুব প্রশংসিতও হচ্ছে। সেই ধারবাহিকতায় আমি এই কাজটি করেছি।’

‘ইন্দুবালা’ ওয়েব সিরিজ সম্পর্কে পপি বলেন, ‘দারুণ একটি গল্প নিয়ে তৈরি হচ্ছে ওয়েব সিরিজটি। এখানে আমি প্রধান চরিত্রে অভিনয় করছি। আমাকে কেন্দ্র করেই পুরো গল্প আবর্তিত হয়েছে। বড় বাজেটের এই সিরিজের শ্যুটিং হয়েছে ঢাকা, কলকাতা, নবাবগঞ্জসহ বিভিন্ন জায়গায়। কাজটি নিয়ে আমি খুব আশাবাদী।’

এই সিরিজে নিজের চরিত্র নিয়ে পপি বলেন, ‘ইন্দুবালা একটি শহরকেন্দ্রিক গল্প। তবে এতে একটি থ্রিলিং ব্যাপার রয়েছে। আমি একটি প্রতিবাদী নারীর চরিত্রে কাজ করেছি। আমার বিপরীতে রয়েছেন এবিএম সুমন।’

ইন্দুবালা’র ডাবিং শেষ করে সামনের ছবির জন্য প্রস্তুতি নেবেন পপি। সেই ছবির নাম ‘সেফ লাইভ’। এই ছবিতে পপি আবারও অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে। কদিন আগেই এই জুটি শেষ করেছেন ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামের একটি ছবির কাজ। এতে তারা শরৎচন্দ্রের কালজয়ী সৃষ্টি দেবদাস-পার্বতী চরিত্রে অভিনয় করেছেন।

এদিকে সময়টা লাইট ক্যামেরা অ্যাকশনের মধ্যেই দিব্যি কেটে যাচ্ছে জনপ্রিয় চিত্রনায়িকা পপির। অভিনয় ব্যস্ততার কারণে নিজের দিকে ফিরে তাকানোরও সময় পান না এই তারকা। তাই তো মাঝে মাঝে পপি ব্যক্তিজীবন মিস করেন। পপি বলেন, ‘তবে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। কারণ যে কাজটি ভালোবাসি তাই করতে পারছি। তারমধ্যে যোগ হয়েছে দর্শকের ভালোবাসা, অথর্, যশ, খ্যাতি ও রাষ্ট্রীয় স্বীকৃতি। সবমিলিয়ে এমন পপিই হতে চেয়েছিলাম।’

বতর্মানে একাধিক চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত এই গ্ল্যামারাস নায়িকা। সম্প্রতি শুটিং করেছেন ‘সাহসী যোদ্ধা’ ছবিতে। এ ছবির মাধ্যমে পপিকে আবার অ্যাকশনধর্মী চরিত্রে খুঁজে পাবেন দশর্ক। তাই ছবিটি নিয়ে আশার পারদও অনেক উঁচুতে এই নায়িকার। সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে পপি বলেন, ‘সাহসী যোদ্ধা’ ছবির প্রায় ৫০ শতাংশ কাজ শেষ। এতে আমার বিপরীতে আছেন আমিন খান ও ইমন। এই ছবিটি মূলত নারীপ্রধান গল্পের। এখানে আমি একজন ডিবি পুলিশ কমর্কর্তা। বাবার খুনের প্রতিশোধ নিতে অস্থির থাকি। তাই পেশাগত ও ব্যক্তিগত দুই জীবনেই আমাকে অ্যাকশন করতে হয়। এ ধরনের চরিত্র আমার খুব পছন্দের। তাছাড়া লেডি অ্যাকশন ছবিতে আমি বরাবরই সফল। আমার অভিনীত লেডি অ্যাকশনধর্মী ছবি ডাকুরানী, বস্তির রানী সুরিয়া, দরিয়া পাড়ের দৌলতিসহ প্রতিটি ছবিই ব্যবসাসফল। আশা করছি ‘সাহসী যোদ্ধা’ ছবিটিও দারুণ সাড়া ফেলবে।

বতর্মানে পপির মূল ব্যস্ততা চলচ্চিত্রকে ঘিরেই। সম্প্রতি ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবিতে কাজ করেছেন। এখনো এ ছবির বেশ কিছু অংশের কাজ বাকি। এই ছবিতে পার্বতী চরিত্রে অভিনয় করবেন তিনি। যা তার কাছে একটি স্বপ্নপূরণের মতো। কারণ ছোটবেলা থেকেই দেবদাস উপন্যাসের এই চরিত্রটি পপির ভীষণ প্রিয়।

এ ছাড়া অচিরেই ‘টান’ ছবির কাজ শুরু হবে। এটিও নারীপ্রধান গল্পের ছবি। এ ছবিটি নিয়ে পপি বলেন, ‘এখানে আমাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। একটি চরিত্র খুবই ছটফটে মেয়ের, অন্যটি মানসিক বিকারগ্রস্ত একটি মেয়ের। সম্পূণর্ দুটি আলাদা চরিত্র একই ছবিতে ফুটিয়ে তোলা ভীষণ কঠিন। তবে আমি সুবিচার করার চেষ্টা করছি।’

চলচ্চিত্রের বাইরে সম্প্রতি স্কয়ার গ্রুপের একটি ডিটারজেন্টের বিজ্ঞাপনের মডেল হয়েছেন পপি। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ। এই প্রথমবারের মতো বিজ্ঞাপনে জুটি হলেন জনপ্রিয় দুই চিত্রতারকা। এটি নির্মাণ করেছেন রেদওয়ান রনি। এ প্রসঙ্গে পপি বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই রিয়াজের সঙ্গে অনেক কাজ হয়েছে। বেশ বিরতির পর একসঙ্গে বিজ্ঞাপনে কাজ করেছি। বিজ্ঞাপনটি প্রচারের পর দশর্কদের নজর কেড়েছে। এ ছাড়া আরও বড় কিছু ব্র্যান্ডের বিজ্ঞাপনের কথা চলছে। সামনেই বেশ কিছু ভালো বিজ্ঞাপনে আমাকে দেখা যাবে।’

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »